দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শিশু নিহত
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে আট জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বালু বোঝাই ট্রাকটি চাকা বিকল হয়ে দুদিন ধরে পড়ে আছে সড়কে। দাঁড়ানো ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।
নিহত সিন্নাতুনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে।
ত্রিশাল থানার তদন্ত (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মক্কা-মদিনা পরিবহণ যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। আহতদের মধ্যে ১ শিশু মারা যায়।
তিন...
