সাফল্য পেতে বার্সেলোনাকে বদলাতে হবে অনেক কিছুই: মেসি
১০ জনের ওসাসুনার কাছে ২-১ গোলে হার। মাঝারি সারির দলের কাছে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এমন হারে হতাশ, ক্ষুব্ধ বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। জুনে লা লিগা ফেরার পর ১০ ম্যাচে প্রথম হারলো বার্সেলোনা। ড্র তিন ম্যাচে। এই দশ ম্যাচের বেশিরভাগই কাতালানরা ছিল নিষ্প্রভ, ছন্দহীন। এসবের ফল দুই মৌসুম পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খোয়ানো। দলের এমন নখদন্তহীন পারফরমেন্সের লিওনেল মেসি বাতলে দিলেন ঘুরে দাঁড়ানোর পথ, ‘এই মৌসুমে আমাদের এখনো পাওয়ার আছে। সেজন্য বদলাতে হবে অনেক কিছুই।
আমি আগেই বলেছিলাম, এভাবে খেললে এই মৌসুমে শিরোপা ছাড়াই কাটাতে হবে বার্সেলোনাকে। শেষ পর্যন্ত সেটাই ঘটতে পারে। যদি চ্যাম্পিয়ন্স লীগে মাঠে নামার আগে বদল না আনা যায়। পারফরমেন্সের উন্নতি না করতে পারলে আমরা নাপোলির কাছে হেরেও যেতে পারি।’ ৯ই আগস্ট ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির মুখোমুখি হবে বার্স...
