Tuesday, December 16

Tag: স্বদেশ নিউজ২৪

ন্যাশনওয়াইড ১০৬ সিনেমা হলে নিরবের ‘বাংলাশিয়া’

ন্যাশনওয়াইড ১০৬ সিনেমা হলে নিরবের ‘বাংলাশিয়া’

আন্তর্জাতিক, বাংলাদেশ, বিনোদন
৫ বছর পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরবের ‘বাংলাশিয়া’। দীর্ঘ সময় পার হলেও ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে তিন ভাষায় নির্মিত ‘বাংলাশিয়া’ ছবিটি মুক্তি পাবে। ছবির প্রচারণায় অংশ নেওয়ার জন্য ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ নিরব আগামী সোমবার (২৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ন্যাশনওয়াইড ১০৬টি সিনেমা ‘বাংলাশিয়া’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশী চলচ্চিত্রেও তার অভিষেক ঘটেছে। পাঁচ বছর আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ার একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। জাপানের একটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। তারপর মালয়েশিয়ার সরকার ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না বলে আদেশ জারি করা হয়। ছবিটি নিষিদ্ধ হওয়ার কারণ কি এমন প্রশ্নের জবাবে নিরব বলেন, ‘পুরো ঘট...