‘আইপিএলে পাকিস্তানের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন বাবর’
ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সংঘাতের কারণে ২০০৯ সাল থেকে আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলা শোয়েব আখতারের আফসোস পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে নিয়ে।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতারের ধারণা বাবর আজম আইপিএলে খেলার সুযোগ পেলে নিলামে তাকে নিয়ে টানাটানি হতো। আর সে ক্ষেত্রে তার মূল্য হতে পারত ১৫ থেকে ২০ কোটি রুপি।
আইপিএলের চলমান ১৫তম আসরের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ভারতীয় তরুণ তারকা ওপেনার ঈশান কিষান। তাকে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে নিলামের আগে কিছু খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়ে সবচেয়ে বেশি ১৭ কোটি রুপিতে ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলকে নিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ।
সম্প্রতি ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে...
