আগুনে পুড়ল সাজ্জাদ-রুবেলের ১২ বাস
ফরিদপুর সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামটে এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল।
খবর পেয়ে রাত ১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২টি বাসের মধ্যে ১২টি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে তারা তদন্ত করে দেখছেন বলে জানান।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালি থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীররাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও জানান, গোয়ালচামট প...
