Tuesday, December 16

Tag: আল্লাহর কাছে যিনি সর্বাধিক মর্যাদাবান

আল্লাহর কাছে যিনি সর্বাধিক মর্যাদাবান

আল্লাহর কাছে যিনি সর্বাধিক মর্যাদাবান

ইসলাম
  আল্লাহ তাআলা মানুষের স্বভাব ও রুচির মধ্যে সম্মান ও মর্যাদার তীব্র বাসনা দিয়েছেন। মানুষ আকাঙ্ক্ষা করে যে সে মর্যাদার সর্বোচ্চ শিখরে থাকবে। এ মর্যাদা অর্জন করার জন্য সে সব ধরনের কাজ করে বেড়ায়। এই লোভের কারণে পরস্পর ঝগড়া-বিবাদ, খুনাখুনি, হানাহানি ও রক্তপাত হয়।   কেউ মনে করে সম্মান আর মর্যাদা পয়সা-কড়ির মধ্যে, আবার কেউ মনে করে সম্মান আর মর্যাদা পদ-পদবির মধ্যে, তাই এগুলোর মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য উগ্র বাসনা লালন করতে থাকে। অথচ আল্লাহ তাআলা এসবের মাঝে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা রাখেননি। সম্পদ তো আল্লাহ তাআলা নির্ধারিত রূপে বণ্টন করে দিয়েছেন। শত চেষ্টা করেও কেউ নির্ধারিত পরিমাণের চেয়ে একটুও বেশি লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তবে কি তারাই তোমার রবের রহমত বণ্টন করবে? পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমিই বণ্টন করেছি এবং আমিই তাদের একজনকে অন্যদের ওপর মর্যাদায় উন্নত ...