ইসরাইলে গিয়ে ইরানে হামলার হুমকি বাইডেনের
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর প্রথম মধ্যপ্রাচ্য সফরে বুধবার ইসরাইলে পৌঁছেছেন জো বাইডেন।
বুধবার তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা দেয় ইসরাইল।
দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবু দেশটিকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন।
ইসরাইলের এন-১২ চ্যানেলকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ইরানের রিপাবলিকান গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে সরাবে না যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, এশিয়া সফরের প্রথম দুদিন বাইডেন ইসরাইল কাটাবেন। সেখানে দখলদার ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
রাশিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলম...
