ইসলামী সংগীতে বাদ্যযন্ত্রের ব্যবহার
বাদ্যযন্ত্রের প্রতি ইসলামী শরিয়তের সাধারণ ঘোষণা হলো তা অবৈধ। কেননা রাসুলুল্লাহ (সা.)-এর যুগে দফ ছাড়া সব ধরনের বাদ্য নিষিদ্ধ করা হয়। সাহাবায়ে কেরাম (রা.)-সহ পরবর্তী যুগের আলেমরাও বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়ার ব্যাপারে একমত পোষণ করেন। কোনো কোনো সাহাবি দফের ব্যবহারও অপছন্দ করতেন।
সুতরাং ইসলামী সংগীত বা সাধারণ সংগীতে বাদ্যের ব্যবহার পরিহার করা আবশ্যক।
কোরআনের ভাষ্য : পবিত্র কোরআনের একাধিক আয়াতে বাদ্যযন্ত্র ও তা ব্যবহারকারীদের নিন্দা করা হয়েছে। যেমন—
১. অসার বস্তু : মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদেরই জন্য আছে অবমাননাকর শাস্তি। ’ (সুরা লোকমান, আয়াত : ৬)
কোরআনের বেশির ভাগ ব্যাখ্যাকার বলেছেন, উল্লিখিত আয়াতে ‘অসার বাক্য’ দ্বারা গান উদ...
