ঈদে আসছেন অপু-জয়
বিনোদন ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার | সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন
নতুন জুটি। নতুন কেমিস্ট্রি। ভিন্ন ও বড় আয়োজনে চলছে ছবিটির শুটিং। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। এরইমধ্যে প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে ছবিটির। আর এই ছবির মাধ্যমে নতুন জুটি পেতে যাচ্ছে ঢালিউড। যদিও অভিনয়শিল্পীরা পুরনো। ছবিটির নায়িকা অনেক ব্যবসা সফল ছবি উপহার দেয়া অপু বিশ্বাস।
আর তার নায়ক চলতি প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। ছবি মুক্তির আগেই নেট দুনিয়ায় তাদের জুটির কেমিস্ট্রি জমে ক্ষীর! সেটা কীভাবে! এরইমধ্যে সিনেমার বেশকিছু দৃশ্য সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে অপু ও জয়ের। সেগুলো নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ ও কৌতূহল দেখা গেছে। বিভিন্ন ধরনের মন্তব্যও চোখে পড়েছে। এ ছবির পরিচালক ও প্রযোজক সোলাইমান লেবু। দুই কোটিরও বেশি টাকা এরইমধ্যে ব্যয় হয়েছে এ ছবিতে। আসছে ঈদেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এখন দেখার বিষয় জয়-অপু জুট...
