Saturday, October 25

Tag: এবার আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

এবার আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

এবার আবেদনময়ী হওয়ার রহস্য জানালেন সামান্থা

বিনোদন
ব্যক্তিগত কারণে গণমাধ্যমের খবরে এসেছিলেন আগেই। এ বার পেশাগত কারণেও শিরোনামে এলেন সামান্থা প্রভু। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি ‘আইটেম’ গানে দেখা গেছে তাকে। অনুরাগীদের একাংশ সামান্থাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেরই আবার তার এই নতুন রূপ মনে ধরেনি। অনুরাগীদের ভালবাসা পেয়ে আপ্লুত ‘ফ্যামিলি ম্যান’-এর রাজি ইনস্টাগ্রামে তাদের উদ্দেশ্যে খোলা চিঠিতে জুড়ে দিলেন সেই ‘আইটেম' গানেরই একটি দৃশ্য। সামান্থার কথায়, ‘আমি ভাল চরিত্রে অভিনয় করেছি, আমি নেতিবাচক চরিত্রেও অভিনয় করেছি। আমি মজার চরিত্র করেছি আবার গুরুগম্ভীর চরিত্রেও অভিনয় করেছি। আবার চ্যাট শো-ও সঞ্চালনা করেছি। এই প্রত্যেকটি কাজ ভাল ভাবে করার জন্য আমি পরিশ্রম করেছি। কিন্তু পর্দায় নিজেকে আবেদনময়ী করে তুলতে অন্য মাত্রার পরিশ্রম করতে হয়। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’ যদিও প্রথমে এই ‘আইটেম’ গানের...