এবার নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে
জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেই- এমন ব্যক্তিরাও এবার করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। কোনো কাগজপত্র লাগবে না, মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে তথ্য নথিভুক্ত করে রাখা হবে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব কথা জানান।
বুলেটিনে তিনি করোনার টিকাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মো. শামসুল হক জানান, জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র নেই- এমন ব্যক্তিরাও ২৬ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ওই দিন দেশের ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র লাগবে না।
২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, পর্যাপ্ত টিকার মজুত...
