Tuesday, December 16

Tag: কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

বিনোদন
গত কয়েকমাস ধরেই আথিয়া শেঠি আর ক্রিকেটার কেএল রাহুলের বিয়ের খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বেশ কয়েকবছর ধরে সম্পর্কে আছেন এই দুই তারকাদের। যদিও এই নিয়ে কথা বলেননি কেউই। তবে এবার মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি। কিছুদিন আগেই একসঙ্গে মিউনিখ গিয়েছিলেন এই জুটি। সেখানে অপারেশন হয় কেএল রাহুলের। প্রেমিককে এই সময়টা সযত্নে আগলে রেখেছিলেন তিনি। তার পর থেকেই শোনা যাচ্ছে- এবার বসবেন বিয়ের পিঁড়িতে। চলতি বছরের শেষেই হবে বিয়ের অনুষ্ঠান। সুনীল শেঠিকে প্রশ্ন করা হলে অভিনেতা জবাব দেন, ‘না এরকম কোনো পরিকল্পনা এখনো হয়নি’। যদিও এই প্রথম নয়, এর আগেও রাহুল আর আথিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রাহুল। মে মাসেই তিনি জানিয়েছিলেন, ‘এটা আথিয়ার ইচ্ছে ও কবে বিয়ে করবে’। শেঠি পরিবার থেকে সুনীল একা নন, মুখ খুলেছেন আথিয়ার ভাই আহান শেঠিও বিয়ে নিয়ে। দৈনিক ভাস্করকে আহান জানান, ‘যদি বিয়ের কথা বলেন তবে বল...