কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে অন্য ডিভাইস
প্রযুক্রি জায়ান্ট মাইক্রসফট তাদের উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে। মাইক্রোসফট রিমোট ডেস্কটপ (Microsoft Remote Desktop)-এর মাধ্যমে নিজেদের উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে কানেক্ট
করা যাবে অন্যান্য ডিভাইস। আজকের যুগান্তর টিপসে জানাই কীভাবে পিসির সঙ্গে অন্য ডিভাইস কানেক্ট করবেন। কম্পিউটারের সঙ্গে অন্য ডিভাইস কানেক্ট করার উপায়-
* উইন্ডোজ কম্পিউটার রিমোটলি অ্যাকসেস করার জন্য প্রথমেই ওপেন করতে হবে সেটিং অপশন, সেখান থেকে ওপেন করতে হবে সিস্টেম অপশন, তারপর ওপেন করতে হবে রিমোট ডেস্কটপ এবং সেটিকে সিলেক্ট করতে হবে।
* এরপর নেক্সট স্ক্রিনে দেখতে পাওয়া যাবে টগল। অন্যান্য ডিভাইসের সঙ্গে আপনার কম্পিউটার কানেক্ট করা আছে কি না তা দেখে নিতে হবে।
* এরপর নিজেদের কম্পিউটারে ইউন্ডোজ ১০ থাকলে টগলের নিচে থাকা অ্যাডভান্স সেটিং ক্লিক করতে হবে। নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ১০ থাকলে টগলের পাশে ...
