করোনা: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ ছাড়িয়েছে
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস কঠিন আকার ধারণ করছে। আজ শনিবার সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩। এ পর্যন্ত আজ শনিবারই সেখানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। এতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের বেশির ভাগই দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত। ফলে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্তের দিক দিয়ে নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার। চিওংডোতে একটি হাসপাতাল এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। একই রকম ঘটনা ঘটেছে ডায়েগু শহরে একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে।
কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৯২ জনই চিওংডো ডায়েনাম হাসপাতালের রোগি অথবা স্টাফ। ওদিকে আজ শনিবার সেখানে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত...
