করোনা নিয়ে উদ্বেগ কূটনীতিকদের, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করায়; ঢাকার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের কাছে করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে তাদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংকালে তাদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সে বিষয়ে কূটনীতিকদের ব্রিফিংকালে আশ্বস্ত করেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সরকার করোনা প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে।ড. মোমেন বলেন, বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনা প্রতিরোধে তাদের সহায়তার জন্য ঢাকার কূটনীতিকদেরও সহযোগিতা চান মোমেন।ঢাকায় নিযুক্ত যুক্ত...
