‘কিল হিম’ সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা?
বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’ প্রেক্ষাগৃহে হাজির করতে পেরে শুরুর দিকে দারুণ উচ্ছ্বসিত ছিলেন অনন্ত জলিল।
তবে সিনেমার বাজেট, অভিনয় এবং সিনেমাসংশ্লিষ্ট কিছু মানুষের নানা নেতিবাচক মন্তব্যে মন ভেঙে যায় অনন্তর।
মনোক্ষুণ্ন হয়ে তিনি ঘোষণা দেন, প্রযোজক হিসেবে আর থাকছেন না, এখন থেকে অন্যের প্রযোজনায় কেবল অভিনেতা হিসেবে কাজ করবেন। নেবেন পারিশ্রমিক। একই সিদ্ধান্ত তার স্ত্রী বর্ষার বেলায়ও।
সেই সিদ্ধান্ত দেওয়া পর পরই জানা গেল, প্রযোজক ও পরিচালক এম ডি ইকবালের অ্যাকশনভিত্তিক সিনেমা ‘কিল হিম’-এ অভিনয় করবেন অনন্ত। সিনেমায় অনন্তর বিপরীতে রয়েছেন বর্ষাও।
এ খবরের সঙ্গে সঙ্গে দেশের সিনেপ্রেমীদের মনে কৌতূহল— কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত-বর্ষা? কারণ গত ১২ বছরের ক্যারিয়ারে করা তার আটটি সিনেমার সবকটিইতেই প্রযোজক ছিলেন অনন্ত। যে কারণে তার পারিশ্রমিক নিতে হয়নি কারও কাছ থেকে।
সিনেপ্রেমীদের সে...
