ছোট ঋণ বিতরণ ৩৭ শতাংশ!
প্রণোদনার ছোট ঋণ বিতরণের গতি খুবই শ্লথ। যে সময়ে প্রথম দফার ঋণ বিতরণ ছিল ৭৭ শতাংশ, সেসময়ে দ্বিতীয় দফার ঋণ বিতরণের হার মাত্র ৩৭ শতাংশ। এই তহবিলের ঋণ বিতরণে ধীরগতি দেখে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৭ হাজার ১১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা মোট লক্ষ্যমাত্রার ৩৬ দশমিক ৮০ শতাংশ। অথচ গত অর্থবছরে (২০২০-২১) অর্থাৎ প্রণোদনার প্রথম ধাপে আট মাসে বিতরণ হয়েছিল লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ। তাই সিএমএসএমই খাতের প্রণোদনার ঋণ দ্রুত বিতরণের মাধ্যমে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রাপ্ত তথ্যমতে, প্রণোদনা দ্বিতীয় ধাপে ১৯ হাজার ৩৪০ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা...
