
ট্রাব অ্য়াওয়ার্ড পেলেন সাবরিনা বশির
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ কন্ঠঃ গত ২১ নভেম্বর, ২০২১ বাংলাদেশের প্রখ্যাত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বর্ণিল আলোর ঝলকানি। মঞ্চের আলোর ঝর্ণাধারা উপচে পড়ছিল মিলনায়তনে উপস্থিত তারকাদের মাঝে।
তারপর এক এক করে সম্মাননা পেলেন অনেক বিশিষ্ট গুণীজন। গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছিল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এওয়ার্ডের আসরে। ২৭তম বর্ষের এই আসরে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনকে সম্মানিত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর হাত থেকে ট্রাব অ্য়াওয়ার্ড গ্রহণ করেন কন্ঠশিল্পী সাবরিনা বশির। সাবরিনা বশির পপুলার গায়িকা ও দেবদ্যূত, প্রযোজক হিসেবে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন। আধুনিক কিংবা ফোক সব ধারায় তার কন্ঠের বিচরণ। কন্ঠের যাদুতে শ্রোতাদের মুগ্ধ কর...