তুমি আশপাশে থাকলে একটা মুহূর্তও নিরানন্দ কাটত না: শচীন
না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ক্রিকেটবিশ্বে এখন শোকের মাতম চলছে। তার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না সতীর্থ ও সময়সাময়িক ক্রিকেটাররা।
শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় তারকাকে স্মরণ করলেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
শেন ওয়ার্নের প্রয়াণের খবর পেয়ে প্রিয় বন্ধু শচীন টেন্ডুলকার হতবিহ্বল। তিনি টুইটারে লিখেছেন— ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে মিস করব ওয়ার্নি। তুমি আশপাশে থাকলে সেটি মাঠে হোক বা মাঠের বাইরে, একটা মুহূর্তও নিরানন্দ কাটত না।’
তিনি আরও লিখেছেন— আজীবন মনে রাখবেন ওয়ার্নকে, ‘তোমার আমার লড়াই, মাঠের বাইরে খুনসুটিটা আজীবন স্মরণ করব। ভারতে তোমার জন্য আলাদা একটা জায়গা সবসময়ই ছিল। ভারতীয়রা তোমাকে তাদের হৃদয়ে আলাদা জায়গা দিয়ে রেখেছেন। তুমি খুব তাড়াতাড়িই চলে গেলে।’...
