দুবাই যেতে গিয়ে পথেই মারা গেলেন প্রবাসী
দেশে ছুটি কাটিয়ে ফের দুবাই যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিলেন প্রবাসী বদিউল হক ।
কিন্তু দুবাই আর যাওয়া হলো না। তার পথে তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এক ট্রাকের।
এতে ঘটনাস্থলেই মারা গেলেন সেই দুবাই প্রবাসী।
মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ৬-৭ জন লোক। খবর পেয়ে বদিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে আসে।
বদিউল হক বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকছিলেন তিনি।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবাই যাওয়ার...
