Tuesday, December 16

Tag: নিজেরা না খেয়ে পথশিশুদের মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

নিজেরা না খেয়ে পথশিশুদের মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

নিজেরা না খেয়ে পথশিশুদের মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

বাংলাদেশ
নিজেরা না খেয়ে বা কম খেয়ে হলেও পথশিশুদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলে ওরা ভীষণ তৃপ্তি অনুভব করে। নিজেরা সবাই নানা সমস্যায় জর্জরিত পরিবারের সদস্য হলেও পথশিশুদের বা পথে থাকা মানুষদের অনাহারে থাকা মুখগুলো তাদের কষ্ট দেয়। অনাহারে কষ্ট পাওয়া মানুষের চাহনি ওদের কচি মনে ঝড় তোলে, তাই সংঘবদ্ধ হয় কিছু একটা করার জন্য। এমনই উদ্যোগে গড়ে ওঠে প্রিজমিয়ান নেক্সট জেনারেশন (পিএনজি) নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নিজেদের খরচের টাকা বাঁচিয়ে, বাহিরে চা নাস্তা বাদ দিয়ে সবাই মিলে কিছু টাকা যোগাড় হলেই ছুটে যায় নানা জায়গায় অনাহারির মুখে খাবার তুলে দিতে। জেলায় জেলায় ঘুরে ওরা রান্না করা খাবার বিতরণ করেন। মঙ্গলবার নাটোর স্টেশন এলাকায় এমন কর্মসূচি বাস্তবায়নের সময় কথা হয় সংগঠনটির নাটোর ইউনিটের সমন্বয়কারী তানভীর আহম্মেদের সঙ্গে। তানভীর জানান, শহরের মহারাজা জে এন স্কুল অ্যান্ড কলেজ চত্...