Tuesday, December 16

Tag: নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

বিনোদন
এনগেজমেন্টের আংটি নারীদের জন্য অমূল্য সম্পদ। সারাজীবন আগলে রাখেন তারা। আর সেই আংটিটাই একজনকে উপহার দিয়ে দিলেন চিত্রনায়িকা পরীমনি! অবাক করা বিষয় পরীমনির উপহার পাওয়া আংটি পেয়েছেন একজন সহশিল্পী। তার বয়স মাত্র দুই মাস! অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শুটিংয়ে শুক্রবার এ ঘটনা ঘটিয়ে তাক লাগিয়ে দিলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকা। এ ঘটনা প্রসঙ্গে শুক্রবার রাতে পরিচালক অরণ্য আনোয়ার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘বেলা তিনটার দিকে শুটিং প্যাকআপ করে আমি টিমের সঙ্গে খেতে বসলাম। এ সময় কে একজন বলল, পরী আপু আপনাকে ডাকছেন। সেটের মধ্যে একটা রুমে পরী তখন রাজের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার আয়োজনে ব্যস্ত। আমাকে দেখে বলল, ‘ভাইয়া, আমার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটাকে একটা ভালো গিফট দেওয়া উচিত।’ অরণ্য আনোয়ার জানান, প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আগেই শিশুটির সম্মানী বাবদ একটা অঙ্ক খামে করে...