Tuesday, December 16

Tag: নিরাপদে নগরবাসীকে সরিয়ে নেওয়ার আবেদন ইউক্রেনীয় মেয়রের

নিরাপদে নগরবাসীকে সরিয়ে নেওয়ার আবেদন ইউক্রেনীয় মেয়রের

নিরাপদে নগরবাসীকে সরিয়ে নেওয়ার আবেদন ইউক্রেনীয় মেয়রের

আন্তর্জাতিক
এবার রুশ হামলায় পতনের মুখে ইউক্রেনের আরও একটি শহর। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো এ আহ্বান জানান। শুক্রবার এই মেয়র রুশ হামলা থেকে তার শহরের ৪ লাখ বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য করিডোর তৈরির দাবি জানান। খবর আনাদোলুর। ইউক্রেনের এ শহরটিতে গত ৫ দিন ধরে নির্বিচারে বোমাবর্ষণ করে চলছে রুশ বাহিনী। মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো বলেন, বিদ্যুৎবিহীন এ ভূতুড়ে নগরীতে গত ৫ দিন ধরে অনাহারে এবং তীব্র পানি সংকটে মৃত্যুর আতঙ্ক নিয়ে মানুষজন কোনোমত বেঁচে আছে। এ অবস্থায় রুশ বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রাখলে তাদের আর বাঁচানো যাবে না। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র সাধারণ মানুষদের বাঁচাতে শুক্রবার এ আকুতি জানান। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার দশম দিনের মতো রুশ আগ্রাসন চলছে দেশটিতে।...