নৌকা প্রার্থীর মিছিলে হঠাৎ বোমা বিস্ফোরণ, আহত ৪
পাবনার বেড়া পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীর মিছিলে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ওই বোমা বিস্ফোরণে নৌকার প্রার্থীর চার কর্মী-সমর্থক আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে বেড়া পৌর সদরে পাটপট্টির কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ‘বিস্ফোরক জাতীয় বস্তু’ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বেড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকার কর্মী-সমর্থকরা একটি নির্বাচনি মিছিল বের করেন। মিছিলটি পাটপট্টি অতিক্রম করার সময় হঠাৎ বোমা নিক্ষেপ করা হয়। এ সময় বিস্ফোরণে নৌকা প্রার্থীর চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
নৌকা প্রতীকের প্রার্থী আসিফ শামস্ রঞ্জন বুধবার সকালে জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ এ হামলা চালিয়েছেন।
তিনি বলেন, তার ব্যাপক জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ন...
