“ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড” পেলেন সংবাদ পাঠিকা মরিয়ম আক্তার ইকো
বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: করোনা পরিস্থিতিতে বিভিন্ন টিভি চ্যানেলে করোনা যোদ্ধা হিসেবে অনেক নিউজ প্রেজেন্টাররা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্য থেকে এশিয়ান টিভির নিউজ প্রেজেন্টার মরিয়ম আক্তার ইকো একজন। তার এই সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড প্রদান করা হয়।
গত ৩০ মার্চ হোটেল ঢাকা রিজেন্সিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০। অনুষ্ঠানে এ্যাওয়ার্ড সিরিমনি, সেলেব্রেটি ড্যান্স, লাইভ সং পারফরমেন্স, র্যাম্প ফ্যাশন ও বাফেট ডিনার এর আয়োজন ছিল। চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, নৃত্যু, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের ক্যাটাগরীতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ সি আই পি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এর সাংগঠ...
