বিয়ের পীঁড়িতে কন্ঠশিল্পী উপমা
সম্পাদনায়-আরজে সাইমুর: বিয়ে করলেন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। গত ২২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টন্মেন্ট এলাকায় কনের বাড়িতে পারিবারিকভাবে উপমা ও সালমানের আকদ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বরের নাম সালমান কামাল। সালমান বর্তমানে ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতোকোত্তরে পড়ছেন। তাঁর গ্রামের বাড়ি পাবনাতে।
উপমা বলেন, ‘আকস্মিকভাবেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের দুই পরিববারের লোকজন উপস্থিত ছিলেন। সালমান এখন ডেনমার্ক চলে যাবে। বিয়ের অনুষ্ঠান করবো আগামী জুলাই মাসে। সে সময়ে কাছের মানুষ, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ করবো। আমাদের জন্য সকলের কাছে দোয়া চাইছি।’
কণ্ঠশিল্পী উপমা বেশকিছু গান করেছেন। প্লেব্যাকেও অভিষিক্ত হয়েছেন, শ্রোতা প্রিয়তাও পেয়েছে বেশ ক’টি গান। আর অর্জন করেছেন বা...
