ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১
পটুয়াখালীর দশমিনায় মোসা. রুজিনা বেগম নামে এক গৃহবধূ ভ্রূণ হত্যার অভিযোগ এনে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার রাতে দায়েরকৃত মামলায় থানা পুলিশ মো. রবিউল শরীফকে (২২) গ্রেফতার করেছে।
শুক্রবার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ওই মারধর ও ভ্রূণ নষ্টের ঘটনা ঘটে।
থানার মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার পার্শ্ববর্তী বাড়ির রহমান শরীফ (৫০) তার স্ত্রী করুনা বেগম (৪৫) এবং তার ছেলে রবিউল শরীফ (২২) তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার একপর্যায় স্থানীয় মনির হোসেনের স্ত্রী রুজিনা বেগমের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের সময় গৃহবধূ রুজিনা বেগমের ডাকচিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
শুক্রবার রাতে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রুজিনা বেগমকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে আলট্রাসনোগ্রাম করে জানা যায় মারধরের আঘাতে তার পেটের ৩ মাসের ভ্রূণ নষ্ট হয়ে গেছ...
