মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আমাকে: জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদও স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।
আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করে জায়েদ খান জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন।
মহামান্য হাইকোর্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জায়েদ খান জানালেন, নির্বাচনি প্রচারণা চলাকালীন তাকে মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।
আদালতের আদেশের শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের জায়েদ খান বলেন, আমি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে জয়লাভ করেছি। নিপুণের সব অভিযোগ অবৈধ ও মনগড়া। নির্বাচনের শুরুতেই আমাকে মার্ডারের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে অবৈধভাবে। সেটাও তাদের একটা কৌশল ছিল। ...
