দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৭ জনের
দক্ষিণ কোরিয়ায় সোমবার নতুন করে ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে সব মিলিয়ে ৭৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। চীনের বাইরে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দক্ষিণ কোরিয়াতেই।
দেশটির কর্তৃপক্ষ সোমবার জানায়, সেখানে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনের বাইরে ইরানের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান।
এর আগে রোববার আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রোগ বিষয়ক সর্বোচ্চ সতর্কতা জারি করে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। এমনকি এই মহামারীর বিস্তার রোধে ‘নজিরবিহীন, শক্তিশালী’ পদক্ষেপ নিতে দেশটির কর্মকর্তাদের নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
এদিকে ইরানে করোনায় আটজনের মৃত্যুর পর দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে তুরস্ক, পাকিস্তান, আর্মেনি...
