ম্যাচ হেরে ড্রেসিংরুমে তুলকালাম বাধান নেইমার
রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
যদিও ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত গোল ও লড়াইয়ে এগিয়েছিল পিএসজি।
কিন্তু শেষ দিকে করিম বেনজেমার ১৮ মিনিটের জাদুতে ধরাশায়ী হয় মেসি-নেইমারের দল।
এ হার যেন মেনে নিতে পারেননি দলটির অন্যতম সেরা স্ট্রাইকার নেইমার জুনিয়র। ম্যাচশেষে ক্ষোভ ঝাড়েন ড্রেসিংরুমে। রীতিমতো তুলকালাম বাধিয়ে বসেন। সতীর্থ জিয়ানলুইজি ডন্নারুমার সঙ্গে ঝগড়াই শুরু করে দেন।
নিজ দলের গোলরক্ষকের ওপর নেইমারের ক্ষোভ উগরে দেওয়ার কারণ ম্যাচে ৬১ মিনিটের গোলটি, যা নিয়ে বিতর্ক চলছে।
বুধবার রাতের ওই ম্যাচে ডন্নারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি!-এমনটিও বলা হচ্ছে।
সতীর্থের পাসে ভড়কে গিয়েছিলেন ডন্নারুমা। এ সময় বেনজেমা দৌড়ে এসে তাকে চেপে ধরলে ডন্নারুমা ভুল পাস দেন পিএসজির আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তার থেকে বল নিয়ে...
