Tuesday, December 16

Tag: যা বললেন আলিয়া ভাট

বিয়ের আগে ঘনিষ্ঠতা, যা বললেন আলিয়া ভাট

বিয়ের আগে ঘনিষ্ঠতা, যা বললেন আলিয়া ভাট

বিনোদন
আলিয়া-রণবীরের প্রেম কাহিনী সিনেমাকেও হার মানায়। ক্যাটরিনা-দীপিকার সঙ্গে চুটিয়ে প্রেম করে আলিয়ায় তরী ভিড়িয়েছেন রণবীর কাপুর। বি-টাউনে এই গুঞ্জণ ছিল প্লে-বয়ের এই প্রেমও টিকবে না। কিন্তু আলিয়া সেটি সত্যি হতে দিলেন না। একেবারে সাত পাকে বেধে ফেললেন রণবীরকে। তার আগে বারবার পরিকল্পনা করেও বিয়ে করতে পারছিলেন না তারা। প্রথমে সিনেমার ব্যস্ততা ও পরে করোনা মহামারি তাদের চার হাত এক হতে দেয়নি। তবে করোনার সময়টাতে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। আলিয়ার বাড়িতে রণবীর ও আবার প্রেমিকের বাড়িতেও বলিউড সেনসেশনকে অবাধ যাতায়াত করতে দেখা গেছে। এ বিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন আলিয়া ভাট। তার মতে, একসঙ্গে থাকলে অনেকটা সময় দু'জনের একসঙ্গে কাটে। ফলে সঙ্গীকে বেশি ভালো করে চেনা যায়। সুন্দর সব স্মৃতি তৈরি হয়। তার কথায়, 'একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকবে না? এ ভাবেই দু'জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।'’ 'ব্রহ্মাস্ত্র...