রণবীরকে নিয়ে অর্জুনের মন্তব্যের জবাব দিলেন আলিয়া
বলিউড সেনসেশন আলিয়া ভাট প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ঘর বাঁধার অপেক্ষায়। করোনা মহামারি তাদের সাতপাকে বাঁধা পড়তে অপেক্ষায় রেখেছে।
এই জুটিকে নিয়ে তাদের বলিউড সহকর্মীদের মধ্যেও আগ্রহের কমতি নেই। কেউ কেউ ঈর্ষাও করেন।
কয়েক দিন আগে অভিনেতা অর্জুন কাপুর আলিয়ার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাজমহলের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তিনি আলিয়াকে ট্যাগ করে লিখেছেন— তার প্রেমিক রণবীর তার পরিবর্তে আমার সঙ্গে ঐতিহাসিক স্মৃতিসৌধে গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সম্প্রতি আলিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। ওই সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, তাকে রাগানোর জন্য ছবিটি শেয়ার করেছেন অর্জুন। অভিনেত্রীকে আরও জিজ্ঞাসা করা হয় যে, রণবীরকে নিয়ে শিগগিরই তাজমহল দেখার পরিকল্পনা করছেন কিনা।
উত্তরে আলিয়া বলেন, হা হা হা অর্জুন একটি কার্টুন। রণবীর এখন ফিরে এসেছে, তাই তাজমহল দেখার কোনো পরিকল্পনা নেই। তব...
