রূপসায় পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ আগুন
খুলনার রূপসা উপজেলার পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ২৬টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
শনিবার বেলা ১১টায় ওই কাঁচাবাজারের একটি ককশিটে আগুন লাগে।
জানা যায়, কাঁচাবাজারের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের দায়িত্বরত শামসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুটপাড়ার তিনটি ও বয়রার একটি ইউনিট মোট চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।...
