Tuesday, December 16

Tag: লীনাকে নিয়ে এ কেমন মন্তব্য অভিনেতা বিপ্লবের!

লীনাকে নিয়ে এ কেমন মন্তব্য অভিনেতা বিপ্লবের!

লীনাকে নিয়ে এ কেমন মন্তব্য অভিনেতা বিপ্লবের!

বিনোদন
কলকাতার চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে বিষোদগার করেছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। লীনার চিত্রনাট্যে তৈরি ধারাবাহিকগুলোতে নারীদের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ কলকাতার চলচ্চিত্রের দাপুটে এ খল-অভিনেতার। লীনার ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একসময় মেজাজ হারান বিপ্লব চট্টোপাধ্যায়। বলে ফেলেন, ‘এই ভূমিকার জন্য লীনাকে গুলি করে মারা উচিত।’ পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে দেওয়া বিপ্লবের এমন মন্তব্যের পর তোলপাড় চলছে টালিউডে। নাট্যকার লীনার ওপর কেন এত ক্ষুব্ধ তার কারণ জানাতে গিয়ে বিপ্লব বলেন, ‘লীনা নিজেই একজন নারী। তার ওপর তিনি মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি নিজের চোখে নারীদের দুর্ভোগ দেখতে পাচ্ছেন। এর পরও তিনি কেন নারীদের এভাবে পর্দায় তুলে ধরছেন! তার সাম্প্রতিক সব ধারাবাহিকে নারীদের যথেষ্ট অবমাননা করা হচ্ছে। নারীদের যেভাবে তুলে ধরা হচ্ছে, প্রকারান্তরে তারা অসম্মানিত হচ্ছেন। একই সঙ্গে অবক্...