শ্রীদেবীকে নিয়ে আবেগঘন পোস্ট জাহ্নবির
চার বছর হয়ে গেছে মারা গেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যু হয় কিংবদন্তি এই অভিনেত্রীর। রেখে গেছেন দুই কন্যা জাহ্নবি-খুশি কাপুর এবং স্বামী বনি কাপুরকে।
মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিযে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন জাহ্নবি কাপুর।
মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— তোমাকে ছাড়া নয়, তোমার সঙ্গেই আমি বহু বছর কাটাব। কিন্তু আমি সেসব দিনকে ঘৃণা করি, যেগুলো তোমাকে ছাড়া কাটাব। ঘৃণা হয় আমার জীবনে আরও একটা বছর যোগ হলো তোমাকে ছাড়া। আশা করি মা তোমাকে আমরা গর্বিত করতে থাকব। কারণ এখন এটিই একমাত্র করণীয়। অনেক ভালোবাসি তোমায়।...
