Wednesday, May 21

Tag: স’মিলের আড়ালে মাদক ব্যবসা

স’মিলের আড়ালে মাদক ব্যবসা

স’মিলের আড়ালে মাদক ব্যবসা

বাংলাদেশ
কুমিল্লা বুড়িচং উপজেলায় স'মিল থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় মোবারক হোসেনের (৩৫) বিসমিল্লাহ নামে স'মিলের গোপনকক্ষে কাঠের বাক্স থেকে ১০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল স্কার্ফ সিরাপ, ২ বিয়ার বোতল, ৩ বোতল হুইস্কি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ মালামাল পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও শংকুচাইল বিজিবি টিম।...