সোনারগাঁয়ে পোশাক কারখানায় আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় অবস্থিত শান ফেব্রিকস নামের একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার ভেতরে থাকা বিভিন্ন ইউনিট পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের একাধিক কর্মী জানান, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের ৭টি ইউনিট কাজ শুরু করে। ছুটির দিন থাকায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ড্যাম্পিংয়ের কাজ করা হয়।
প্রত্যক্ষদর্শী আবুল কাশেম ...
