২৫ দিন পর কবরস্থানে মিলল নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ
২৫ দিন পর চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে নিখোঁজ শিশুর পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে ঈদগাহ মাঠসংলগ্ন বড় কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আবু হুরায়রা। সে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আবদুল বারেকের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ বলছে, এজাহারনামীয় কারও কাছ থেকে কোনো তথ্য না পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের দেওয়া তথ্য এবং দেখানো স্থান থেকে আবু হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত হুরায়রাকে পুঁতে রাখার স্থান দেখিয়ে দেওয়া যুবকের নাম মোমিন। তিনি তালতলার শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে পথে নিখোঁজ হয় শিশু আবু হুরায়রা।
আবু হুরায়রার চাচা আতিয়ার রহমান বলেন, গ্রামের শহিদুলের ছেলে ...
