বাংলাদেশের পারফরম্যান্স ভাবিয়ে তুলছে অস্ট্রেলিয়াকে – অ্যালেক্স ক্যারি
চলমান বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স সবচেয়ে উজ্জ্বল। এখন পর্যন্ত খেলা সবকটি ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করে দলের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। যেকোনো দলের জন্যই তিনি এখন বড় হুমকি। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে খুবই সতর্ক অস্ট্রেলিয়া।
আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এ সম্পর্কে বলেন, ‘অবশ্যই সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। সাকিব ও অন্য টপ অর্ডারদের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেই সঙ্গে তাদের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে।’
সাকিবকে কীভাবে মোকাবিলা করতে হবে এ সম্পর্কে এই অসি উইকেটকিপার বলেন, ‘সাধারণত আমাদের নিজেদের ...

