Tuesday, December 16

Tag: অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

অপূর্ব ও কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

এক্সক্লুসিভ, বিনোদন
ভালোবাসা দিবস মানেই নাটকের একটি বড় উৎসব। প্রতিবারের মতো এবারো এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমে পড়েছেন নির্মাতারা। চলছে শুটিং। অনেকে এরই মধ্যে শুটিং শেষও করেছেন। এরই মধ্যে আলোচনায় রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের সুপারস্টার অভিনেতা অপূর্ব। তার সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন কেয়া পায়েল। বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান। ভ্যালেন্টাইন মানে গানেরও একটি বড় উৎসব। তাই ধারণা করা হচ্ছে এবার ‘উড়ছি তোমার প্রেমে’নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে উৎসব। পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প...