শরীয়তপুরে আগুন পুড়ল ৭ দোকান, আহত ৪
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আগুনে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন চারজন।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিসের ডামুড্যা স্টেশনের টিম লিডার মো. বাবুল মিয়া।
আগুনে কালাচান মৃধার মুদি দোকান, আলমগীর হোসেনের মোটর গ্যারেজ, রাকিবের খাবার হোটেল, ফারুক হোসেনের ডেকোরেটর দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়।
এ ঘটনায় আহতরা হলেন— ব্যবসায়ী কালাচান মৃধা (৬৫), আমিনুল (১৪) তামিম (১৬), রাকিব (২৫)। তাদের ডামুড্যা ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় যান। ভোরে হঠাৎ আগুনের ফুলকা দেখে হোটেলের ভেতরে থাকা রাকিব হোসেন বের হয়ে লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় তারা দ্রুত স্থানী...

