উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তবু খালি থাকবে ৫ লাখ আসন
উচ্চ মাধ্যমিকে এবার পাশ করেছে প্রায় ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন আছে ১৪ লাখ ১৮ হাজার। তবে এরপরও এ স্তরে ৫ লাখের বেশি আসন খালি থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসি পাশের পর অন্তত ৩০ শতাংশ শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করেন। এছাড়া একটি অংশ বিদেশে লেখাপড়া করতে যান। অনেকেই নার্সিংসহ বিভিন্ন কারিগরি শিক্ষায় ভিড়ে যান। ফলে সবমিলে আসনে নয়, সংকট দেখা দেবে পছন্দের বিভাগ আর প্রতিষ্ঠানে ভর্তিতে। এটা চিরাচরিত দৃশ্য বলেই মনে করেন তারা।
এদিকে এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন সংকট দেখা দিতে পারে পরীক্ষার প্রশ্নপত্রে। তিনটি মাত্র বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শিক্ষার্থীদের পাণ্ডিত্য(!) যাচাই করতে গোটা বই থেকে কঠিন প্রশ্ন করে থাকে। ফলে পছন্দের প্রতিষ্ঠানে আসন সংকটের পাশাপাশি প্রশ্নপত্রের সংকটেও ...
