Tuesday, December 16

Tag: কানের পর্দা ফাটলে কী করবেন?

কানের পর্দা ফাটলে কী করবেন?

কানের পর্দা ফাটলে কী করবেন?

লাইফস্টাইল
কানের পর্দা ফাটা একটা জটিল স্বাস্থ্যগত সমস্যা। দীর্ঘ শর্দি কাশি থেকেও অনেকের কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। আবার আঘাত থেকেও পর্দা ফেটে যেতে পারে। এমন হলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। সঠিক চিকিৎসা না পেলে বড় বিপদ হতে পারে। কানের পর্দা ছিদ্র হওয়ার প্রধান কারণ কানের ইনফেকশন। পানি জমে এই ইনফেকশন হতে পারে। আবার আঘাতজনিত কারণে পর্দা ফাটা অনেক কারণে গুরুত্বপূর্ণ। যদি এ সমস্যার ঠিকমতো চিকিৎসা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এ ছিদ্র এমনিতে সেরে যায়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইমপালস হসপিটালের নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. জাহীর আল-আমিন। কেন পর্দা ফাটে * বাতাসের ধাক্কা- কানের ওপর চড় মারলে যে বাতাসের চাপ হয় তাতে কানের পর্দা ফেটে যায়। কানের পাশে বোম ফাটলেও একই ক্ষতি হতে পারে। * পানির ধাক্কা- পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লে। * শব্দের ধাক্কা- দেখা যায় কানের পাশে প্রচণ্ড শব...