Tuesday, December 16

Tag: কী কারণে রণবীর-আলিয়ার বিয়েতে নিজেকে আড়াল করলেন শাহরুখ?

কী কারণে রণবীর-আলিয়ার বিয়েতে নিজেকে আড়াল করলেন শাহরুখ?

কী কারণে রণবীর-আলিয়ার বিয়েতে নিজেকে আড়াল করলেন শাহরুখ?

বিনোদন
অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের দুই সেনসেশন। গত ১৪ এপ্রিল কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই একে অপরের গলায় বরমাল্য দান করেন দুই তারকা। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন। এর বাইরে বলিউড থেকে হাজির ছিলেন শাহরুখ খান, শ্বেতা বচ্চন, গৌরি খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের মতো তারকারা। তবে এ দিন শাহরুখ খানের উপস্থিতি ছিল রহস্যজনক। নিজেকে যতটা সম্ভব আড়াল করে অনুষ্ঠানে হাজির হন বলিউড বাদশাহ। একদম কালো একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল শাহরুখের গাড়ির সিট। ফলে চোখেই পড়েনি তাকে। পার্টিতে কিং খানের এমন এন্ট্রি সবাইকে অবাক করে দেয়। কেন এমনটা করলেন শাহরুখ খান? তার কারণ কিং খানের মুখ থেকে না জানা গেলেও। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, শাহরুখের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’...