কোথায় আছেন এককালের এই ‘সুপারহিট’ তারকারা
বলিউডে এসে সবাই নাম-যশ-অর্থ অর্জন করতে চান। কিন্তু খুব অল্প মানুষ এই মায়ানগরীতে এসে সফলতা পান। বলিউডে এমন অনেক তারকা আছেন, যাঁরা প্রথম ছবিতে আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন। কিন্তু পরে একের পর এক ফ্লপ ছবির মুখ দেখেছেন। আর সময়ের স্রোতে একদিন তাঁরা হারিয়েও গেছেন। আশি-নব্বইয়ের দশকের অনেক অভিনেতা এখনো দাপটের সঙ্গে কাজ করছেন। আবার বেশ কিছু অভিনয় শিল্পী আছেন, যাঁরা আজ বলিউড সাম্রাজ্য থেকে দূরে এক অন্য দুনিয়ার বাসিন্দা। আর অন্য এক পেশাকে তাঁরা বেছে নিয়েছেন।
আশিকি ছবিতে অভিনয় করেছেন রাহুল রায় ও অনু আগারওয়াল
আশিকি ছবিতে অভিনয় করেছেন রাহুল রায় ও অনু আগারওয়াল
রাহুল রায়
১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ ছবির গান আজও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে তাজা। এ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রাহুল রায়। প্রথম ছবিতেই সবার নজরে পড়েছিলেন তিনি। এরপর একাধিক সুযোগ পেয়েছিলেন রাহুল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিন্তু বলিউ...
