জব্দ ১২ বাসে অগ্নিকাণ্ড, কারণ খুঁজতে কমিটি
ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করা হয়।
এদিকে এ অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে ও ঘটনা তদন্তে রোববার দুপুরে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ। তিন সদস্যের কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্থপাচার মামলায় আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের মোট ২২টি বাস আলামত হিসেবে জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ফরিদপুর জেলা পুলিশ। বাসগুলো শহরের পশ্চিম গোয়ালচামট মহল্লায় সাজ্জাদ হোসেন বরকতের মালিকানাভুক্ত জায়গায় রাখা ছিল।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে ২২টি বাসের মধ্যে ১২টি বাসে আগুন জ্বলতে দেখে ওই খানে নিয়োজিত বর...
