দাবদাহে ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে হাজারো মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রবল বাতাস ও বজ্রঝড়ে গত রবিবার অঙ্গরাজ্যটির শুষ্ক ভূমিতে সৃষ্ট আগুনে কিছু ঘরবাড়ি পুড়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ক্ল্যাম্যাথ ন্যাশনাল ফরেস্টে ‘ম্যাককিনি’ দাবানলের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওয়াইরিকা শহরের পার্শ্ববর্তী ৫১ হাজার একরের বেশি জমিতে আগুন ছড়িয়ে পড়ে।
চলতি বছরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এটাই সবচেয়ে বড় দাবানল। চলতি গ্রীষ্মে অঙ্গরাজ্যটি বেশ কয়েকটি দাবানলের সম্মুখীন হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় গত শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম। এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার সৃষ্ট দাবানলে বাড়িঘর পুড়ে গেছে। শুষ্ক পরিবেশ, তীব্র খরা, উচ্চ তাপমাত্রা, বাতাস এবং বজ্রঝড়ের কারণে দাবানল ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করে।
ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা...
