পানি বেচে আরও লাভ চায় ঢাকা ওয়াসা মিথ্যা তথ্যে দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে ব্যর্থতার দায়ভার
ঢাকা ওয়াসা পানি বিক্রি করে লাভ করছে। বিগত ৯ বছরে ধাপে ধাপে লাভের পরিমাণ বেড়েছে। এরপরও লাভ চায় প্রতিষ্ঠানটি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণের ঘাড়ে পানির বিলের বোঝা চাপিয়ে দিতে চায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ ঢাকা ওয়াসা প্রশাসন। করোনা মহামারির মধ্যে পানির মূল্য বৃদ্ধির উদ্যোগ ঢাকাবাসীর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা ওয়াসা থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২০-২০২১ অর্থবছরে ঢাকা ওয়াসা প্রায় ৫০ কোটি টাকা লাভ করেছে। পানি সরবরাহকারী এবং পয়ঃবর্জ্য সেবার দায়িত্বপ্রাপ্ত এ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত অডিট প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অর্থবছরে পানি বিক্রি করে ঢাকা ওয়াসা আয় করেছে ১ হাজার ২০১ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৫৪১ টাকা। আর স্যুয়ারেজ বিল থেকে আয় করেছে ৩৯১ কোটি ৪২ লাখ ৯ হাজার ৮৪৯ টাকা। আর অন্যান্য আয় দেখানো হয়েছে ১৬০ কোটি ৬...
