Tuesday, December 16

Tag: ফাইনালে ওঠার লড়াই

ফাইনালে ওঠার লড়াই

ফাইনালে ওঠার লড়াই

খেলা
শিরোপার লড়াইয়ে টিকা থাকা চার দলের একটি আজ ফাইনালে উঠে যাবে। এই যুদ্ধে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিপিএলের লিগ পর্বের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে এলিমিনেটর ম্যাচে দেখা হবে খুলনা টাইটান্স ও চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের। এই ম্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, পরাজিত দল বিদায় নেবে। ফাঁকা মাঠের শূন্যতা ঘুচিয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক থাকবে চার হাজারের বেশি। টুর্নামেন্টের শেষের রোমাঞ্চ শুরুর আগে মাঠে দর্শক ফেরার খবর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। লিগ পর্বের শেষদিনের রানপ্রসবা উইকেট রানের আশা জাগাচ্ছে আসল টি ২০ বিনোদনের। শেষ চারে উঠতে ব্যর্থ হওয়া একটি দল সিলেট সানরাইজার্স, অন্যটি তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহর মিনিস্টার ঢাকা। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলা কুমিল্লা ও বরিশাল সমানতালে এগিয়...