ফেরেশতাদের গালি দেওয়া কুফরি
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো কেউ ফেরেশতাদের অস্তিত্ব অস্বীকার করলে, তাদের প্রতি শত্রুতা পোষণ করলে, তাদের গালি দিলে অথবা তাদের প্রতি বিদ্রুপ পোষণ করলে তার ঈমান থাকবে না। সে কাফের বা অবিশ্বাসী বলে বিবেচিত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসুলদের এবং জিবরাঈল ও মিকাইলের শত্রু, সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। ’ (সুরা : বাকারা, আয়াত ৯৮)
ইমাম তাবারি (রহ.) বলেন, ‘নিশ্চয়ই যে জিবরাঈলের সঙ্গে শত্রুতায় লিপ্ত হলো সে জিবরাঈলের সঙ্গে মিকাইল, সকল ফেরেশতা ও আল্লাহর রাসুলদের সঙ্গে শত্রুতায় লিপ্ত হলো।
কেননা আল্লাহ তাঁদের সবাইকে আল্লাহর ওলি ও অনুগত বলে ঘোষণা করেছেন। আর যে আল্লাহর ওলির সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়, সে আল্লাহর সঙ্গে শত্রুতায় লিপ্ত হয় এবং তাঁকে যুদ্ধের আহবান জানায়। ’ (তাফসিরে তাবারি : ২/৩০১)
...
